আগরতলা, ২ জুলাই: বৃহস্পতিবার থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে ঐতিহ্যবাহী খার্চি উৎসব, মেলা ও প্রদর্শনী শুরু হচ্ছে। উৎসব শুরুর আগে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তা নিজে মেলা প্রাঙ্গনে গিয়ে সরে জমিনে খতিয়ে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার। তিনি গোটা মেলা উৎসব এবং প্রদর্শনী চত্বর ঘুরে দেখেন। এর সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার কর্মীদের সঙ্গে। সব ঠিকঠাক রয়েছে বলে জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক স্বপ্না দেববর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক তথা খার্চি উৎসবের কার্যকরী কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমার, জিরানীয়ার মহকুমা শাসক অনিমেষ ধর এবং বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভৌমিক।
এই প্রসঙ্গে উল্লেখ্য যে রাজ্যের অন্যতম প্রাচীর মেলা হচ্ছে এটি। ওরা জন্য আমল থেকে শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমন কি প্রতিবেশী রাজ্য এবং বাংলাদেশ থেকেও এই মেলায় মানুষ আসেন। সাধারণ মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিবছরের ন্যায় এবারও থাকছে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, এম্বুলেন্স, পানীয় জল, শৌচালয় সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী ভলান্টিয়ার, বিপর্যয় মোকাবিলা বাহিনী অস্থায়ী পুলিশ স্টেশন সহ সব ধরনের জরুরী পরিষেবার ব্যবস্থা। সাত দিনব্যাপী এই উৎসবে রাজ্য এবং বহির রাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
0 মন্তব্যসমূহ