Advertisement

Responsive Advertisement

বিজেপি কিষাণ মোর্চা বিলোনিয়া মন্ডলের উদ্যোগে ধানের চারা রূপন করে দেওয়া হয়



আগরতলা, ২৬ জুলাই :
বিজেপি কিষাণ মোর্চা বিলোনিয়া মন্ডলের উদ্যোগে চিত্তামারা গ্রামের গরীব বয়স্ক কৃষক রাখাল দেবনাথ'র জমিতে কিষান মোর্চার তরফে ধানের চারা লাগিয়ে দেওয়া হয়। 
বিলোনিয়া মন্ডল সভাপতি অসীম সেনের নেতৃত্বে শুক্রবার ধানের চারা রোপন করা হয়। এদিন ধানের চারা রোপনে উপস্থিত ছিলেন বিজেপি কিষণ মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা বিজেপি বিলোনিয়া মণ্ডল সভাপতি শায়ন্তন দত্ত কিষান মোর্চা জেলা সহ-সভাপতি শ্রীকৃষ্ণ চক্রবর্তী সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দাস বিসি নগর পঞ্চায়েত সমিতি সদস্য সরবিন্দু মজুমদার চিত্তামারা গ্রামের প্রধান ধনিরাম ত্রিপুরা সহ গ্রামের অন্যান্য পঞ্চায়েত সদস্যগণ এবং কিষান মোর্চা জেলা ও মন্ডল কার্যকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ