Advertisement

Responsive Advertisement

পশ্চিম জেলা টিআরএলএম'র উদ্যোগে জেন্ডার রিসোর্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আগরতলা, ১৬ জুলাই : জেন্ডার রিসোর্স সেন্টারকে (জিআরসি) শক্তিশালীকরণ এবং কেস ম্যানেজমেন্ট সম্পর্কিত জেন্ডার সিআরপি (চেতনা সখি) এবং স্টিয়ারিং কমিটির সদস্যদের জন্য তিন দিনের জেলা-স্তরের আবাসিক প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন। 
রাজধানী আগরতলার এডি নগর এলাকার স্বাবলম্বন সোসাইটিতে টি আর এল এম'র পশ্চিম জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। 
প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ বিষয় গুলি ছিল,  জেন্ডার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং জেন্ডার সিআরপি এবং স্টিয়ারিং কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মসূচীর দ্বিতীয় দিন জিআরসিতে রক্ষিত কেস ফ্লো এবং রেকর্ড বইয়ের উপর ওরিয়েন্টেশন কর্মসূচীর আয়োজন করা হয়। শেষ ও তৃতীয় দিন জেন্ডার সম্পর্কিত ব্লক-ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রস্তুত করা এবং বিভিন্ন জেন্ডার-সম্পর্কিত কার্যকলাপের পরিকল্পনা করা। এই প্রশিক্ষণটি সকল ব্লকের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ