Advertisement

Responsive Advertisement

জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বেলবাড়ি কৃষি মহকুমা অনুষ্ঠিত কমিউনিটি ট্রান্সপ্লান্ট কর্মসূচি


 
আগরতলা, ২৫ জুলাই : কমিউনিটি ট্রান্সপ্লান্ট তথা সামাজিক রুপন কর্মসূচি রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের একটি কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কৃষিক মহকুমার অন্তর্গত এলাকায় কৃষকদের মধ্যে স্থানীয় এলাকার অন্যান্য কৃষক এবং কৃষি কর্মকর্তারা স্বেচ্ছায় শ্রম দানের মাধ্যমে জমিতে ধানের চারা রোপন সহ অন্যান্য কর্মসূচি করেন। সম্প্রতি রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ নিজে গামছা পরে গোমতী জেলার ফুটামাটি এলাকার এক কৃষকের জমিতে ধানের চারা রোপন করেছিলেন। মন্ত্রীর এই উদ্যোগ রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 
কৃষি ও কৃষক কল্যান দপ্তরের মন্ত্রীর এই কর্মসূচি দেখে পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে শুক্রবার কমিউনিটি ট্রান্সপ্লান্ট কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম ডি সি গণেশ দেববর্মা, বেলবাড়ি ব্লক চেয়ারম্যান প্রকেন দেববর্মা, এডিসি সাব জোনাল চেয়ারম্যান সান্তনু দেববর্মা, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তুষার কান্তি দাস সহ অন্যান্য কর্মচারী এবং স্থানীয় কৃষকরা। 
 উপস্থিত জনপ্রতিনিধি থেকে শুরু করে কৃষি আধিকারিক এবং স্থানীয় কৃষকরা জমিতে নেমে ধানের চারা রোপন করেন। এদিনের কর্মসূচি সম্পর্কে গনেশ দেববর্মা সংবাদমাধ্যমকে বলেন, সরকারের কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষদের আরো বেশি অবগত করার জন্য সকলে মিলে ধানের চারা রোপন করেছেন।
এই বিষয়ে বেলবাড়ি ব্লক চেয়ারম্যান প্রকেন দেববর্মা, এডিসি সাব জোনাল চেয়ারম্যান সান্তনু দেববর্মাও তাদের নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান মানুষের সুবিধার কথা চিন্তা করে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তুষার কান্তি দাস সংবাদ মাধ্যমকে জানান প্রগ্রেসিভ ফার্মার তপন দেববর্মার জমিতে ধানের চারা রূপন করা হয়েছে। 
যার জমিতে এদিন ধান রোপন করা হয় এই চাষী তপন দেববর্মা কৃষি দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই কর্মসূচি পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ