কৃষি ও কৃষক কল্যান দপ্তরের মন্ত্রীর এই কর্মসূচি দেখে পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে শুক্রবার কমিউনিটি ট্রান্সপ্লান্ট কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম ডি সি গণেশ দেববর্মা, বেলবাড়ি ব্লক চেয়ারম্যান প্রকেন দেববর্মা, এডিসি সাব জোনাল চেয়ারম্যান সান্তনু দেববর্মা, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তুষার কান্তি দাস সহ অন্যান্য কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
উপস্থিত জনপ্রতিনিধি থেকে শুরু করে কৃষি আধিকারিক এবং স্থানীয় কৃষকরা জমিতে নেমে ধানের চারা রোপন করেন। এদিনের কর্মসূচি সম্পর্কে গনেশ দেববর্মা সংবাদমাধ্যমকে বলেন, সরকারের কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষদের আরো বেশি অবগত করার জন্য সকলে মিলে ধানের চারা রোপন করেছেন।
এই বিষয়ে বেলবাড়ি ব্লক চেয়ারম্যান প্রকেন দেববর্মা, এডিসি সাব জোনাল চেয়ারম্যান সান্তনু দেববর্মাও তাদের নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান মানুষের সুবিধার কথা চিন্তা করে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তুষার কান্তি দাস সংবাদ মাধ্যমকে জানান প্রগ্রেসিভ ফার্মার তপন দেববর্মার জমিতে ধানের চারা রূপন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ