Advertisement

Responsive Advertisement

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে বিভিন্ন স্কুলে পরিশ্রুত পানীয় জলের মেশিন বিতরণ



আগরতলা, ২৪ জুলাই :
লায়ন্স ইন্টারন্যাশনাল এর "ওয়ান ক্লাব ওয়ান পার্মানেন্ট প্রজেক্ট" ডাকে সাড়া দিয়ে বিশুদ্ধ পানীয় জল স্কুল ছাত্র ছাত্রীদের মুখে তুলে দেওয়ার উদ্দেশ্যে লায়ন্স ক্লাব অফ আগরতলার সদস্যরা বৃহস্পতিবার খুমলুং স্হিত "খুমপুই একাডেমিতে একটি আর ও ওয়াটার পিউরিফায়ার বিনামূল্যে স্থাপন করেছে। এই এটি থেকে দৈনিক কমপক্ষে ২০০ ছাত্রছাত্রী বিশুদ্ধ পানীয় জল পান করতে পারবে বলে ক্লাব সম্পাদক কিশোর মজুমদার জানিয়েছেন।স্কুল এর প্রধান শিক্ষক সংক্ষিপ্ত ভাষণে লায়ন্স ক্লাব অফ আগরতলার প্রত্যেক সদস্যকে এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্লাব এর সম্পাদক আরো জানিয়েছেন যে লায়ন্স ক্লাব অফ আগরতলার প্রত্যেক সদস্য এই ধরনের সামাজিক কাজের জন্য সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতে আরো অনেক নতুন স্থায়ী প্রকল্প বাস্তবায়িত করা হবে। সম্পাদক জানিয়েছেন এই ধরনের প্রকল্প উনারা এবছর জুলাই মাসে আরও একটা বাস্তবায়িত করা হয়েছে রাজধানী আগরতলার তুলসিবতী স্কুলের বিপরীত দিকে ক্লাব প্রাঙ্গণের নিচে এটি বসানো হয়েছে। ক্লাবের পি আর ও তমাল পাল সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ