পাশাপাশি উপস্থিত ছিলেন স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের প্রধান ড রাজীব ঘোষ, এসিস্টেন্ট ডিরেক্টর অভিনাশ দাস, পতঞ্জলি এগ্রো এর ত্রিপুরা রাজ্যের প্রধান অয়ন সরকারসহ অন্যান্য কর্মকারীরা। এই প্রসঙ্গে উল্লেখ করে রাজ্যের পাঁচটি জেলাতে রেড পাম অয়েল চাষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলে, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেশকে বিশ্বের শস্য ভান্ডার হিসেবে গড়ে তুলতে চাইছেন, বর্তমানে ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে কৃষিজাতো পণ্য সামগ্রী রপ্তানি করা হচ্ছে। শুধুমাত্র খাবার তেল আমদানি করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় প্রতিবছর। এই টাকা বিদেশে যাতে না চলে যায় তার জন্য সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরো বলেন রাবার বাগানের উৎপাদনের জন্য যেখানে ৭ বছর অপেক্ষা করতে হয়, পাম তেলের ক্ষেত্রে মাত্র সাড়ে তিন থেকে চার বছরে উৎপাদনের শুরু হয়ে যায়। এই চাষের জন্য সরকার কৃষকদের প্রচুর পরিমাণে সহায়তা করছে। ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত চাষের জন্য উপযোগী। তাই ভারত সরকার এবং রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যে পান চাষের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
ভারতের ৬০শতাংশের বেশী ভুজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানির পরিমান কমানোর জন্য ভারত সরকার কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যেও রেডপাম অয়েল চাষ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পাম চারা লাগানো হয়েছে, ২০২৫-২৬অর্থ বছরের মধ্যে এই জমির পরিমান বাড়িয়ে ৭হাজার হেক্টর নিয়ে যাওয়া হবে।
0 মন্তব্যসমূহ