Advertisement

Responsive Advertisement

সুপারি গাছের রোগের বিষয়টি পরিদর্শন করতে কাঞ্চনপুর যাচ্ছেন ড রাজীব ঘোষের নেতৃত্বে টিম





আগরতলা, ৩০ জুলাই : রাজ্যের উত্তর জেলায় বিশেষ করে কাঞ্চনপুর মহকুমায় সুপারি গাছে কোলেরোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর আসার পর রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং বাগিচা ফসল বিভাগ তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের তরফে একটি বিশেষজ্ঞ টিম গঠন করে রোগ আক্রান্ত এলাকা পরিদর্শনের বিষয়ে জানানো হয়েছে। এর আগে জম্পুই পাহাড়ের কমলা বাগানে বিশেষ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, কিন্তু তৎকালীন সরকার এই রূপ দমনের বিষয়ে উদাসীন ছিল বলে অভিযোগ। যার ফলে রোগে আক্রান্ত হয়ে জম্পুই পাহাড়ের ঐতিহ্যবাহী কমলা বাগান প্রায় নষ্ট হয়ে যায়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রোগের আক্রমণ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে উঠেছে। এরি প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ টিম কাঞ্চনপুর মহকুমা পরিদর্শনে যাচ্ছেন। এই টিমের নেতৃত্বে রয়েছেন রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড রাজীব ঘোষ। পাশাপাশি উনার সঙ্গে এই টিমে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
ড দূর্গা আস্তি, কৃষিবিজ্ঞান কেন্দ্রের দুই গবেষক যথাক্রমে ড নাগারাজু, ড এস প্রতাপ, রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস। 
রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ইতিমধ্যে এই রোগের আক্রমণ থেকে সুপারি বাগানকে রক্ষা করার জন্য বুলেটিন জারি করেছে। গাছগুলিকে রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ