Advertisement

Responsive Advertisement

উল্টোরথের অনুষ্ঠান থেকে বামেদের ধর্ম বিরোধিতার তীব্র সমালোচনা করলেন বিপ্লব


আগরতলা, ৫ জুলাই: উল্টো রথযাত্রা উপলক্ষে শনিবার এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা ইসকন। এতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজধানীর বনমালীপুর এলাকার আরবান হাটে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে শামিল হয়ে বিজেপি সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় বিরোধীদের, বিশেষ করে বামপন্থীদের বিরুদ্ধে আক্রমণ আনেন। তিনি বলেন, মানুষ কমিউনিস্টদের চায় না, তাই তাদের তাড়িয়ে দিয়েছে। ত্রিপুরায় সর্ব ধর্ম সমভাব বজায় থাকে তার জন্য কাজ করছে বর্তমান সরকার, বিজেপি কোনো ধর্মকে অবজ্ঞা করে না। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে হিন্দু ধর্মের পূজারীদের অসম্মান করা হয়েছে। মন্দির থেকে পূজারীদের সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকী ইসকনকেও লক্ষ্য করা হয়েছিল। আরও বলেন, মহারাজ প্রদ্যুৎ এবং তিনি ত্রিপুরায় থাকতে, এই বামপন্থীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। বিপ্লব দেব জানান, তিনি নিজ দলের কর্মীদের সৎ ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জনগণ যদি কিছু পেতে চায়, তবে তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সম্ভব। রাজ্যের মানুষ মোদিকে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও সেই ভরসা অটুট থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ