আগরতলা, ৩১ জুলাই: প্রাকৃতিক কৃষির বিষয়ে ব্যাপক অংশের কৃষকদেরকে সচেতন করার লক্ষ্যে রাজ্যজুড়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজ্যস্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হলো। পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত একদিনের এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড. উত্তম সাহা, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তুষার কান্তি দাস, বেলবাড়ি এগ্রি সেক্টর অফিসার ড. কবীর দেববর্মা, ব্লক স্তরের প্রশিক্ষণ আধিকারিক দীপা দেবনাথ, সমাজসেবী এস দেববর্মা সহ বেলবাড়ি কৃষি মহকুমা অফিসের অন্যান্য কর্মচারীরা। এদিনের এই কর্মশালায় পানীয় এলাকার ৫০ জন কৃষক অংশ নিয়েছিলেন। ন্যাশনাল মিশন অন অর্গানিক ফার্মিং প্রকল্পের অধীনে প্রাকৃতিক চাষের বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। এদিন উপস্থিত কৃষকদের মধ্যে সার্টিফিকেটও প্রদান করা হয়। মূলত প্রাকৃতিক চাষের সুবিধা, উপকারিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করলে কৃষকদের আর্থিক কিভাবে হবে এবং সরকার থেকে কি কি সহযোগিতা করা হবে এই বিষয়গুলো নিয়েও তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ