আগরতলা, ১৮ জুলাই : ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের সাংগঠনিক প্রচার কর্মসূচী জারি রয়েছে। তার এই কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার উত্তর জেলা সফর করেন। এই সফরে তিনি একাধিক কর্মসূচীতে অংশ নেন। এদিন প্রথমে তিনি জেলার অন্তর্গত যুবরাজনগর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত "এক পেড় মা কে নাম" কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ও গাছের চারা রূপন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিদায়িকা এবং যুবরাজনগর মন্ডলের জনপ্রিয় নেত্রী মলিনা নাথ সহ অন্যান্যরা। পরবর্তী সময় যুবরাজনগর মন্ডলে মহিলা মোর্চার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এই সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিমি মজুমদার। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। চাকরি থেকে শুরু করে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের এই প্রয়াসের ফলে দেশ এবং রাজ্যের মহিলারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নারী সুরক্ষার বিষয়টিও ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাই মহিলারা ব্যাপকভাবে বিজেপিকে সমর্থন করছে। এখনো কিছু কিছু মহিলারা বিরুদ্ধে দের বিভ্রান্তির কারণে ভুল পথে পরিচালিত হচ্ছেন, তাদেরকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আরো বেশি করে অবগত করার পাশাপাশি দলে নিয়ে আসার জন্য সকল স্তরের কর্মীদের আহ্বান জানান তিনি। এদিনের কর্মসূচি গুলোতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ