ঢাকা, ২১ জুলাই: ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মৃত এবং আহত বহু। এই দুর্ঘটনাটি ঘটে সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ৬ মিনিটে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণকারী এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান সে দেশের রাজধানী ঢাকা শহরের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ঘটনার কিছুক্ষণ পর জানা যায়, এই দুর্ঘটনার ফলে ১৯ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার সময় বিধ্বস্ত ভবনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল এবং ছুটির সময় হওয়ায় বহু শিক্ষার্থী ও অভিভাবক একত্রে ছিলেন বলেও জানা গেছে।
ঘটনার পর পরই আহতদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে সেদেশের সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে উদ্ধার শুরু করে।
0 মন্তব্যসমূহ