আগরতলা, ২২ জুলাই : মঙ্গলবার দক্ষিণ জেলার শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে আগরতলাথেকে সাব্রুম মনুবলকুলগামী টি আর ০৭- ১২০৩ নাম্বারের কুয়েশা কৃষ্টি নামক বাসে তল্লাসী চালাতেগিয়ে এক যাত্রী কথাবার্তায় সন্দেহজেগে তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। সন্দেহজনক তল্লাশিচালিয়ে শ্যামল সরকার (৪৩) নামে যাত্রীর কাছথেকে ৫ পেকেট গাঁজা উদ্ধার করাহয়। জানাযায় প্রতি পেকেটে ২ কেজিকরে মোট ১০ কেজি গাঁজা উদ্ধারকরাহয়। ঘটনার পরবর্তী সময় মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে গাঁজাগুলি পরিক্ষা করাহয়। সমস্ত আইনি পক্রিয়া শেষে গাঁজা সহ শ্যামল সরকার নামে যাত্রীকে গ্রেপ্তার করাহয়। জানাযায় শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বরজলা এলাকার বাসিন্দা। সে এই গাঁজা গুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুম মনুর উদ্দ্যোশ্যে নিয়ে যাচ্ছিলো। শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার যৌথ উদ্দ্যোগো আজকের অভিযান চালানোহয়। জানাযায় পুলিশের এইধরনের অভিযান আগামী দিনেও জারী থাকবে। এদিনের এই সাফল্যের কথা সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।
0 মন্তব্যসমূহ