Advertisement

Responsive Advertisement

মানুষের জন্যে কাজ করতে হবে ডাক্তারদের : ডক্টরস ডে তে বললেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ১ জুলাই : ডাক্তারদেরকে মানুষের জন্যেই কাজ করতে হবে। এটাই ডাক্তারদের একমাত্র লক্ষ্য থাকতে হবে। ডাক্তার ও রোগীদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠা দরকার। জাতীয় চিকিৎসক দিবসে বললেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে তার বক্তব্যে ডাক্তারদেরকে রোগীদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন। কিন্তু একাংশ ডাক্তার ও নার্সের কারণে মানুষ ঠিক ভাবে চিকিৎসা পরিষেবা ঠিক ভাবে পাচ্ছেন না বলে অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী বললেন , ডাক্তাদের প্লেটফর্ম টা ভগবানের দান। মানুষের জন্যই এই মহান প্লেটফর্ম টা দেয়া হয়েছে। মানুষের জন্য কাজ করাটাই মূল লক্ষ্য। চিকিৎসকদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। ১জুলাই জাতীয় চিকিৎসক দিবস। গোটা দেশের সঙ্গে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। দেশের খ্যাতনামা চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে গোটা দেশে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় । অনুষ্ঠানের শুরুতে ডঃ বিধান চন্দ্র রায় রায়ের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা ও সন্মান জানানো হয় । অনুষ্ঠানে ডঃ বিধান চন্দ্র রায়ের কর্ম জীবন নিয়ে আলোকপাত করেন অতিথিরা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্যই ডাক্তাররা এই মহান প্লেটফর্ম টা পেয়েছেন। মানুষের জন্য কাজ করাটাই মূল লক্ষ্য। চিকিৎসকদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। চিন্তা করতে হবে আমি কার জন্য। আর যারা চিকিৎসা করতে আসবেন তাদেরকেও ডাক্তারদের ভগবান হিসেবে ভাবতে হবে। তবেই উভয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার যেমন জোর দিয়েছে তেমনি চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধার দিকটি দেখছে। রাজ্যে একশ বেডের একটি চক্ষু হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এছাড়া সুপার স্পেশালিস্ট সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠান রাজ্য স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন এজিএমসি এবং টিএমসি এর ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ