আগরতলা, ১৬ জুলাই : আগরতলার প্রগতি রোডস্থিত মেহার কালীবাড়ি নতুন রূপে নির্মাণের কাজ পুনরায় শুরু হয়েছে।এলাকার বিধায়কের হস্তক্ষেপে তা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে কাজ বন্ধ ছিল। এখন বিধায়ক উন্নয়ন তহবিলের তাকে পুনরায় কাজ শুরু হয়েছে। এলাকাটি রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। বিধায়ক দীপক মজুমদার বুধবার পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন মন্দির পরিচালন কমিটি সহ এলাকাবাসী। ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মাও। অর্থের অভাবে মেহার কালীবাড়ির মন্দিরের কাজ দুই বছর যাবত বন্ধ ছিল । শেষ পর্যন্ত এলাকাবাসী বিধায়কের দ্বারস্থ হন। বিধায়ক দীপক মজুমদার এর আর্থিক সহযোগিতায় পুনরায় কাজ চালু হয়। এদিন তিনি মন্দিরের কাজ পরিদর্শন করেন। এই মেহার কালীবাড়ি বহু মানুষের আস্থা ও ভক্তির স্থান। প্রতি অমাবস্যায় এখানে বিশেষ পূজা হয়। ভক্তদের ভালোই সমাগম লক্ষ করা যায়।
0 মন্তব্যসমূহ