Advertisement

Responsive Advertisement

সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এফসিআই'র রাজ্যস্তরের উপদেষ্টা কমিটির বৈঠক



আগরতলা, ২ জুলাই : ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এফসিআই-র ত্রিপুরা রাজ্যের রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবা। এদিনের এই বৈঠকের পৌরহিতত্য করেন এফসিআই'র রাজ্যস্তরীয় কমিটির চেয়ারম্যান সাংসদ রাজীব ভট্টাচার্য। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর তিনি প্রথমবারের মতো এই কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে মিলিত হন। 
আগরতলার নন্দননগরস্থিত এফসিআই'র বিভাগীয় অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন এফসিআই'র রিজিওনাল হেড সন্দীপ দেওরা, সেক্রেটারি দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকরা।
 রাজীব ভট্টাচার্য জানান, এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে ধান ক্রয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা, খাদ্যশস্য উত্তোলনের বর্তমান পরিস্থিতি, গুদামগুলোর পরিকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থা, বিভাগীয় স্থানীয় অফিস নির্মাণের জন্য জমি বরাদ্দ, এবং এফসিআই'র বিভিন্ন পোর্টাল ও তথ্যব্যবস্থার হালনাগাদ ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। তিনি আরো বলেন, আপৎকালীন সময়ে রাজ্যে খাদ্য সংরক্ষণ রাখার জন্য তিনটি জেলাতে আরো গোডাউন নির্মাণের চিন্তাধারা করা হচ্ছে। কেননা ত্রিপুরা একটি পার্বত্য রাজ্য, যেকোনো সময় ভূমিধস অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে যে কোন ধরনের আপৎকালীন সময়ে যেন খাদ্যের সরবরাহ কোনভাবেই বন্ধ না হয় এবং পর্যাপ্ত খাদ্যশস্য রাজ্যে মজুদ থাকে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের কয়েকটি জেলাতে সেদ্ধ চালের কিছুটা ঘাটতি রয়েছে। একটি সার্ভের মাধ্যমে যেসব জেলায় এই চালের প্রয়োজন রয়েছে সেখানে এই চাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান রাজীব ভট্টাচার্য।
পাশাপাশি এদিন তিনি এক পেড় মা কি নাম কর্মসূচির অংশ হিসেবে এফসিআই গোডাউন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ