আগরতলা, ১ জুলাই: প্রতিবছর ১ জুলাই দিনটিকে জাতীয় ডাক্তার দিবস হিসাবে উদযাপন করা হয়। ডাক্তারদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক বিশেষ করে মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগেও এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে রাজধানীর উমাকান্ত একাডেমিতে একটি বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ এবং রক্তচাপ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে ১৩০ জন মানুষ চিকিৎসা পরিষেবা নিয়েছেন। এই উদ্যোগকে সম্ভব করে তোলার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় সংস্থার তরফে। এই কাজে ডা অনির্বাণ ভট্টাচার্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সভাপতি যীশু সাহা, সচিব কিশোর মজুমদার, কোষাধ্যক্ষ কল্লোল দত্ত, জনসংযোগ কর্মকর্তা তমাল পাল, জোন চেয়ারপারসন লায়ন সুমন ভট্টাচার্য প্রমুখ। একটি সুস্থ এবং আরও সচেতন সমাজ গঠনের জন্য লায়ন্স ক্লাব অফ আগরতলা সারা বছর ধরে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা তমাল পাল।
0 মন্তব্যসমূহ