আগরতলা, ৩০ জুন : পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক ব্রাউন সুগার সহ চার নেশা কারবারি। সোমবার দুপুরে মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নেশাকারবারীদের ব্যবহৃত একটি স্কুটি ও একটি বাইক পুলিশ আটক করেছে। এদিন সাদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন।
সাদা পোশাকে অভিযান চালিয়ে আগরতলার মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে চার নেশা কারবারিকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের প্রচুর কৌটা, চারটি মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। সোমবার এই খবর জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় বলেন, নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়। এই টিমে ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার, পূর্ব থানার অধীন মহারাজগঞ্জ বাজার এবং কলেজটিলা ফাঁড়ির দুই ওসি সহ অন্যান্যরা। এই বিশেষ তদন্তকারী দলটি সাদা পোশাকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার গোপন খবরের ভিত্তিতে এই দলটি মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে চার নেশা কারবারিকে আটক করে। ধৃত নেশা কারবারিরা হলো জগহরিমুড়া এলাকার রাজীব রায়, প্রতাপগড় দাসপাড়ার মিঠুন দাস, মধ্যপ্রতাবগড় এলাকার রাহুল রায় এবং কুঞ্জবন এলাকার বিমল বর্ধন। এদিন সদর এসডিপিও আরো জানান, এদের সাথে আরও একটি চক্র জড়িত রয়েছে। এরা সকলেই স্কুটি, বাইক বা সাইকেলে করে ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করে বেড়ায়।
এদিন সদর এসডিপিও দেবপ্রাসাদ রায় আরো জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পৌনে ২ লক্ষ টাকা। একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ