Advertisement

Responsive Advertisement

পাক অধিকৃত কাশ্মীরে হামলায় খুশির লহর আগরতলাতেও



আগরতলা, ৭ মে : পাক জঙ্গি বাহিনীর হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত। হেয়ার ফলে খুশি সকলে। শাসক দল বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তে খুশির লহর। ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তও, এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে দেশের প্রতিটি জনগণের প্রতি আহবান রাখেন এমন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়াতে এবং দেশের বিরুদ্ধে চক্রান্তকারী সকল শক্তিকে কঠোর ভাবে জবাব দেওয়ার জন্য। 
এই খুশিতে দেশজুড়ে মানুষ আনন্দ উল্লাসে রাস্তায় নেমে পড়েন। বাদ থাকছেন না আগরতলার নাগরিকরাও। বুধবার দেখা যায় রাজধানীর জগহরি মুড়া এলাকার বাসিন্দারা আনন্দে মেতে উঠেন। বাজি পটকা ফাটান। পথ চলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দেহসের জাতীয় পতাকা নিয়ে স্লোগানও দেন। তাদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা যায়। পেহেলগাঁওতে হামলার ঠিক ১৫ দিনের মাথায় সমুচিত জবাব দিলো ভারত। জঙ্গিরা নিকেশ হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ভারতবাসী। দেশবাসি যা চেয়েছিলেন, সরকারের নির্দেশে ভারতীয় সেনা সেটাই করে দেখিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ