আগরতলা, ৩ ডিসেম্বর : রাজ্যের আগর শিল্পীকে আন্তর্জাতিক বাজারে আরও ব্যাপক ভাবে পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার ব্যাপক ভাবে কাজ করছে। এই কাজে শিলমোহর লাগালো কেন্দ্রীয় সরকারের শিল্প মন্ত্রকের বাণিজ্য বিভাগ। রাজ্যের আগর রাজধানী হিসেবে পরিচিত উত্তর জেলার কদমতলার পার্শ্ববর্তী চোরাইবাড়ি এলাকার অন্যতম সুপরিচিত আগের ব্যবসায়ী আনফর আলীর প্রতিষ্ঠান মামন এন্টারপ্রাইজকে আগর তেল বিক্রির অনুমোদন দিল কেন্দ্র সরকার। এই অনুমোদনে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের তরফে আগামী এক বছর আগর তেল উৎপাদন এবং রপ্তানি করার জন্য লাইসেন্স প্রদান করেছে কেন্দ্র সরকার। লাইসেন্স প্রাপ্ত সময়ে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশে আগর তেল রপ্তানি করতে পারবে। এর ফলে খুব সহজেই বিদেশি মুদ্রা রাজ্যে আসবে।
রাজ্যে আগর শিল্পের সম্ভাবনা ব্যাপক এই সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্বতন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার একে কাজে লাগাতে কোন উদ্যোগ গ্রহণ করেনি, ফলে একদিকে যেমন রাজ্যের আগর চাষিরা বাধ্য হয়ে তাদের জমিতে উৎপাদিত আগর অপেক্ষাকৃত কম দামে কালোবাজারি হাতে বিক্রি করতে বাধ্য হতেন। পাশাপাশি সরকারও এই শিল্প থেকে কোন রাজস্ব পাচ্ছিল না। রাজ্যে আগর কারখানা গড়ে ওঠার ফলে একদিকে যেমন চাষিরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের। সেই সঙ্গে সরকারও এই শিল্প থেকে রাজস্ব পাচ্ছে। আগামী দিনে এই শিল্প আরো যে বেড়ে উঠবে তা নিঃসন্দেহে বলা যায়।
0 মন্তব্যসমূহ