আগরতলা, ২অক্টোবর : বুধবার আগরতলার এমবিবি বিমানবন্দরে পরিবহন দপ্তরের উদ্যোগে প্রিপেইড ট্যাক্সিকাউন্টারের শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রীসুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের পর ফিতে কেটে এমবিবি বিমানবন্দরে প্রিপেইড ট্যাক্সিকাউন্টারের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। সেই সঙ্গে প্রিপেইড ট্যাক্সি ও অটো রিক্সা চালকদের মধ্যে ইউনিফর্মবিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা পুলিশের ইন্টেলিজেন্স, আইন শৃঙ্খলার এডিজিপি অনুরাগ ধ্যানকর, পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া, আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মীণা, পশ্চিম জেলার পুলিশ সুপার ড.কিরণকুমার কে, ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি সুদাম্বিকা আর সহ প্রিপেইড ট্যাক্সি ও অটো রিক্সা চালকরা। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিষেবার মন এবং সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য চালকদের প্রতি আহ্বান রাখেন। যাতে দেশ বিদেশের থেকে আসা পর্যটকরা রাজ্যের মানুষের আচার ব্যবহারের কথা নিজ জায়গায় গিয়ে তুলে ধরতে পারেন। ভালো পরিবেশ এবং ভালো ব্যবহার পেলে নতুন নতুন পর্যটকরা রাজ্যে আসবে বলে জানান।
0 মন্তব্যসমূহ