Advertisement

Responsive Advertisement

ইউরোপের বিভিন্ন দেশে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের একাধিক সভা অনুষ্ঠিত


ভারভিয়ার্স(বেলজিয়াম), ৩ আগস্ট : সম্প্রতি বেলজিয়ামের ভারভিয়ার্স শহরে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বেলজিয়ামে বসবাসরত সিলেটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী দিনে সিলেটি সম্প্রদায়ের চিন্তাধারা, কৃষ্টি- সংস্কৃতি ও ভাবধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ব্যাপারে সভায় বিশদ আলোচনা হয় এবং এই সভায় বেলজিয়ামের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল’র কোর্ডিনেটর নিযুক্ত হন চয়ন রায়, একইভাবে ফ্রান্সের রাজধানী প্যারিসেও ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে ফ্রান্সের সিলেটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফ্রান্সে সিলেটি ভাষার ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রচারের মাধ্যমে আগামী দিনের কর্মসূচীর বাস্তবায়ন ও পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনা শেষে ফ্রান্সের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের কোর্ডিনেটর নিযুক্ত হন রাজীব রায় রাজু, এই সভার পৌরহিত্য করেন ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সুজিত রায়। মূলত সুজিত রায়ের ঐকান্তিক চেষ্টায় বিশ্ব জুড়ে থাকা সিলেটি অংশের মানুষের সংস্কৃতিকে আবার তুলে ধরার প্রয়াস হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ