আগরতলা, ১১ মে : রাজধানী আগরতলার ভারতরত্ন ক্লাবের সম্পাদক চঞ্চল্যকর ভিকি হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আকাশ করকে আনা হল আগরতলায়। শনিবার সকালের বিমানে তাঁকে রাজ্যে আনা হয়। জিবি হাসপাতালে হয় তার মেডিক্যাল পরীক্ষা। তাকে এদিনই আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও পুলিশ এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। সূত্রে জানা গিয়েছে সে পিস্তল থেকে গুলি করে হত্যা করেছে ভিকিকে। তাকে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড সীমান্ত সংলগ্ন পাকুর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছিল। অবশেষে তাকে রাজ্যে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসাবাদ চালালে খুনের আসল কারণ এবং কে কে এর সঙ্গে জড়িত রয়েছে তা জানা যাবে বলে ধারণা পুলিশ মহলের। সব মিলিয়ে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত মোট পাঁচজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন যুবতীও রয়েছে। আরো বেশ কয়েকজনের নাম পুলিশ জানতে পেরেছে বলে সূত্রের খবর। তাদের ধরার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করছে না এবং এই বিষয়ে কোন কিছু বলছে না।
0 মন্তব্যসমূহ