Advertisement

Responsive Advertisement

স্বেচ্ছায় রক্তদান শিবিরের নিজের রক্ত দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

নিউজের ভিডিও দেখার জন্য লিংকে ক্লিক করুন 👈
আগরতলা, ১৯ মে : ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, মা ঊষা চেরিটেবল ট্রাস্ট ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলার আইজিএম হাসপাতালে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে, মা ঊষা চেরিটেবল ট্রাস্ট'র সম্পাদক ডা সুশান্ত রায়, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে মন্ত্রী সান্তনা চাকমা ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্বের সহধর্মিনী নিজেরা রক্তদানে অংশ গ্রহণ করেন। 
 শিবিরে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের রক্তদান করার প্রসঙ্গে অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজের অংশ হিসেবে এবং একজন সমাজসেবী হিসেবে রক্তদানে এগিয়ে আসা প্রয়োজন বোধ করেছেন তিনি, তাই রক্ত দান করেছেন। তার মত সমাজের অন্যান্য মানুষদেরও রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসা উচিত। এতে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচবে। রক্তদান করে তিনি অনেক উৎফুল্ল বোধ করছেন বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ