Advertisement

Responsive Advertisement

সূর্যমনিনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের



আগরতলা, ১৮ মে : ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তরের সচেতনতার পরও রাজ্যে সড়ক দুর্ঘটনা কমার নামই নিচ্ছে না। শনিবার দুপুরে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী সূর্যমনি নগরের অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। এদিন বাসের চাকায় পিষ্ট হয় বাইক চালক। বাসটি বিশালগড়ের এদিক থেকে আগরতলার দিকে আসছিল। অপরদিকে বাইক চালক আগরতলা থেকে বিশালগড় এর দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বাস চালক অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইক চালককে ধাক্কা মারে, তখন সে বাইক থেকে ছিটকে বাসের চাকার তলায় পড়ে যায় এবং মাথা পেটে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তী সময়ে পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি পৌঁছে মৃতদেহটি ঘটনা স্থল থেকে নিয়ে যায়। মৃত যুবকের নাম সম্রাট ওরাং বয়স ৪০ বছর। তার বাড়ি হরিশনগর চা বাগান এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। দুর্ঘটনার পরই বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ