Advertisement

Responsive Advertisement

বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তর জেলার উপ্তাখালিতে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী


অয়ন নাগ, ধর্মনগর, ২১এপ্রিল : রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে এবার পূর্ব ত্রিপুরা আসনের দিকে নজর দিয়েছে শাসক দল বিজেপি, প্রতিদিনই দলের নেতাকর্মীরা এই আসনের বিভিন্ন জায়গায় সভা করছেন। এরই অঙ্গ হিসেবে রবিবার উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ৫৭নম্বর যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের উপ্তাখালিতে বিজেপির এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে এদিনের নির্বাচনী সমাবেশ হয়। এদিনের সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। সেই সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবরাজ নগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।
এদিনের নির্বাচনী সমাবেশে ঠাসা কর্মী সমর্থকদের সামনে একে একে উপস্থিত নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।
এদিন প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরা প্লাস দিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে।পূর্বের বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলে ছিলেন রাজ্যে নাকি স্বর্ন যুগ চলছে‌। কিন্তু ২০১৮ সালে পালাবদলের পর দেখা গেল বামফ্রন্ট সরকার ১৩ হাজার কোটি টাকা ঋণ করে বসে আছে। আসলে ওরা ভাওতা বাজির সরকার। নরেন্দ্র মোদী ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশে বহুমুখী উন্নয়ন করেছেন। উগ্রবাদী সমস্যা, অর্থনীতি বৃদ্ধি, সীমানা নিয়ে সমস্যা, দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়ন বিরামহীন ভাবে করে গেছেন। ২০১৪ সালের পর থেকে পাকিস্তান ভারতের এক ইঞ্চি মাটিও দখল করতে পারে নি। তাই এই লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাই এদিনের নির্বাচনী সমাবেশ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মণকে বিপুল ভোটে জয়ী করে মোদির হাত আর‌ শক্ত ও মজবুত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ