Advertisement

Responsive Advertisement

খোয়াই রামচন্দ্রঘাট মন্ডলে শেষ লগ্নে বিজেপির ছিল প্রচার তুঙ্গে

খোয়াই, ২৪এপ্রিল : লোকসভা নির্বাচনে পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ২৪ নং রামচন্দ্র ঘাট মন্ডলে সরব প্রচারের শেষ লগ্নে প্রচার ছিল তুঙ্গে। মন্ডলের প্রত্যেকটি বুথে মিছিল সহযোগে প্রচার চালানো হয় প্রত্যেকটি মিছিলে সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তার মধ্যে পূর্ব পদ্মবিল গ্রামে এক বিশাল মিছিল গ্রামের রাস্তাগুলো পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন রামচন্দ্র ঘাট মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় এবং বিশেষ অতিথি ছিলেন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সদস্য রমেন সাঁওতাল মহাশয়। মিছিল শেষে ১২ নং বুথ অফিস প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন প্রদেশ জনজাতি মোর্চা সদস্য রমেন সাঁওতাল। 
প্রধান অতিথির ভাষণে প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় প্রধানমন্ত্রী মোদির শাসন কালে ভারতের যে প্রভূত উন্নতি হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন মোদী ভারতের মা দের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন মায়ের সম্মান রক্ষায় প্রথম তিনি শৌচালয় তৈরি করেন পরবর্তী সময়ে ভারতের ১০কোটি মাকে উনি বিনে পয়সায় গ্যাস দিয়েছেন ৮০ কোটি গরীব মানুষের গত চার বছর ধরে খাবারের ব্যবস্থা করেছেন। আগামী পাঁচ বছরও ৮০ কোটি মানুষ খাবার পাবেন এই ঘোষণা তিনি করেন। মোদির শাসনকালে কেন্দ্রীয় সরকারের কোন নেতা বা মন্ত্রী কেলেঙ্কারিতে জড়িত নন। উনার শাসনকালে ভারতে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি দেশের অর্থনীতি পৃথিবীর পঞ্চম স্থানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতকে বিশ্বের দরবারে এক গৌরবময় স্থানে প্রতিষ্ঠিত করেছেন। ত্রিপুরার জন্য উনি অনেক কিছু দিয়েছেন ৩ লক্ষ ৭৫ হাজার ঘর ২ লক্ষ ৪৯ হাজার কৃষককে কিষান সম্মান নিধি নয়টি জাতীয় সড়ক আন্তর্জাতিক মানের বিমানবন্দর ঘরে ঘরে জল ঘরে ঘরে শৌচালয় ঘরে ঘরে বিজলি এবং প্রত্যেককে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার গ্যারান্টি। তাই কৃতজ্ঞতা স্বরূপ আমরা ত্রিপুরার দুইটি লোকসভা আসন উনাকে উপহার দেব। মিছিলে ও সভাতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ