Advertisement

Responsive Advertisement

উত্তর জেলার বাকপাশা মন্ডল কিষান মোর্চার নির্বাচনী সভা অনুষ্ঠিত


আগরতলা, ২২এপ্রিল: লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বাকপাসা মন্ডল কিষান মোর্চার আহবানে টঙ্গী বাড়িতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সোমবার। এই সভায় উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায়, মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস বিজেপি বাগপাশা মন্ডল সহ-সভাপতি প্রান্তুস সেন মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কনক নাথ, ইকবাল আহমেদ প্রমুখ। 
সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা বাগপাসা মণ্ডল সভাপতি নিত্যানন্দ দাস। সভায় বক্তব্য রাখেন প্রান্তুষ সেন, ইকবাল আহমেদ বিশ্বজিৎ কনক নাথ, বীরেন্দ্র দাস প্রমূখ। প্রধান অতিথির ভাষনে প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি প্রধানমন্ত্রী মোদির শাসনকালে ভারতের উন্নতির পরিসংখ্যান তুলে ধরেন তিনি বিশেষ করে কৃষক সমাজের যে সুযোগ সুবিধা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন মোদির শাসনকালে ভারতের ১১.৮ কোটি কৃষক বৎসরে ৬হাজার টাকা হিসেবে সরাসরি সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত ২.৮লক্ষ কোটি টাকা কিষান সম্মান নিধি বাবদ পেয়েছেন। এই রাজ্যে গত ৬ বছরে ডবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরা ২ লক্ষ ৪৯হাজার ৩শত ৩৯ জন কৃষক এখন পর্যন্ত ১৬টি কিস্তির মাধ্যমে ৬৮৪ কোটি ৮৪লক্ষ টাকা পেয়েছেন যা কংগ্রেস ও সিপিএমের শাসনকালে কৃষককে একটি পয়সাও দেওয়া হয়নি। ফসল বীমা যোজনা বাবদ ভারতের ৪৮ কোটি কৃষক এখন পর্যন্ত ১.৪ লক্ষ কোটি টাকা পেয়েছেন। ফসল বীমা যোজনায় ত্রিপুরার ১লক্ষ ১৩হাজার ৫৪৭জন কৃষক ক্ষতিপূরণ বাবদ ৯কোটি ৪২লক্ষ ৭৫ হাজার টাকা পেয়েছেন। ২০১৪ এর পূর্বে ভারতের কৃষি বাজেট ছিল ২৭,০৪৯ কোটি টাকা যা ২০২৩-২৪ এ মোদি সরকারের আমলে বেড়ে হয়েছ ১,২৫,০৩৬কোটি টাকা। এখন পর্যন্ত বিজেপি সরকারের আমলে ত্রিপুরার ১লক্ষ ৩,৩২৩জন কৃষকের নিকট হইতে সহায়ক মূল্যে ১ লক্ষ ৯২হাজার ৫০মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এ বাবদ আমাদের রাজ্যের কৃষক এর একাউন্টে সরাসরি ৩৭১ কোটি ৩৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষক গণের উদ্দেশ্য বলেন মোদিজীর শাসন কালে ভারতে একটি ও সাম্প্রদায়িক দাঙ্গার খবর নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সবাই মোদিজির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অধিক মাত্রায় পদ্মচিহ্নে ছাপ দেবেন। সভায় সংখ্যালঘুদের উপস্থিত ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ