Advertisement

Responsive Advertisement

মাতাবাড়ি মন্ডলে কিষান মোর্চার কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আগরতলা, ৫ এপ্রিল : লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে কিষান মোর্চা মাতাবাড়ি মন্ডলের ডাকে হীরাপুর বাজার সংলগ্ন ময়দানে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মাতাবাড়ির বিধায়ক তথা গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রধান অতিথি কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তীর কিষান মোর্চা রাজ্য সহ-সভাপতি জয়দেব সরকার, রাজ্য সাধারণ সম্পাদক তাপস দাস, সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি রফিক মিয়া প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা মাতাবাড়ি মন্ডল সভাপতি লক্ষণ দেবনাথ। প্রধান অতিথির ভাষণে প্রদীপ বরণ রায় বলেন, মোদি সরকারের ১০ বছরে কৃষক ও গরিব কল্যাণে যে সকল প্রকল্প নেওয়া হয়েছিল তার বিস্তৃত আলোচনা করেন তিনি বলেন সমস্ত ভারত তথা এই রাজ্যে বিজেপি সরকারের আমলে সবচাইতে ভালো অবস্থায় আছেন কৃষক সমাজ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী অবতার পুরুষ নরেন্দ্র মোদি এই রাজ্যের কৃষকের জন্য কিষান সম্মান নিধি প্রকল্পে এ যাবৎ ১৬ কিস্তিতে ৬৮৪ কোটি ২২ লক্ষ টাকা এবং এ পর্যন্ত আমাদের ত্রিপুরার কৃষকরা পেয়েছেন এবং এ পর্যন্ত ভারতবর্ষে প্রায় ১২ কোটি কৃষক এর মধ্যে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা সরাসরি কৃষকের একাউন্টে জমা হয়েছে। ফসল বীমা যোজনায় ৪৮ কোটি কৃষককে এ পর্যন্ত এক লক্ষ ৪০ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনায় ৯৩ হাজার কোটি টাকা ৭৮ লক্ষ হেক্টর জমিতে জল সিঞ্চনের জন্য ব্যয় করা হয়েছে। ২০১৪ সালে ভারতের কৃষি বাজেট ছিল ২৭ হাজার ৪৯ কোটি টাকা ২০২৩- ২৪সালে পাঁচ গুন বৃদ্ধি হয়ে ভারতের কৃষি বাজে এক লক্ষ ২৫ হাজার ৩৬ কোটি টাকা। গত ১০ বছরে ভারতে সাড়ে ১৩ কোটিল বেশি মাটির স্বাস্থ্য পরীক্ষা পত্র বিতরণ করা হয়েছে। যেটা ভারতবর্ষের সর্বকালের রেকর্ড এ ছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা ৮০কোটি লোককে বিনে পয়সায় গত চার বছর এবং সামনের চার বছর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। মাথাবাড়ি বিধায়ক তথা গোমতী জেলা সভাপতি শ্রী অভিষেক দেবরায় গত ছয় বছরে ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের উন্নতির বিস্তৃত আলোচনা করেন এবং তিনি বলেন গ্রামের এমন কেউ নেই যিনি এই সরকারের আমলে কিছু পাননি সরকার সদায় গ্রামের গরিব মানুষের সেবায় নিয়োজিত ত্রিপুরার স্বাস্থ্য শিক্ষা পর্যটন যোগাযোগ সব বিষয়ে মানুষের অনেক সুযোগ-সুবিধা হয়েছে। এবং আগামী দিনে আমরা যাতে সুখে শান্তিতে বাস করতে পারি তাই ভারতে আরো একবার দরকার মোদি সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ