Advertisement

Responsive Advertisement

তাপপ্রবাহের কারণে রাজ্যের সকল স্কুল চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

আগরতলা, ২৩ এপ্রিল: তীব্র তাপ প্রবাহ থেকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সমস্ত সরকারি, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় এবং এডিসির বিদ্যালয় গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। 
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যে তিন থেকে চার দিনের তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তাই রাজ্যবাসীকে নিজেদের শরীরের প্রতি যত্নবান হতে আহবানও করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
এই দিকে নজর রেখে তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবক উদ্বিগ্ন ছিলেন। সেই দিক বিবেচনা করে এবার রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের এই তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ