আগরতলা, ১এপ্রিল : প্রতি বছর ১ এপ্রিল সারা দেশ ব্যাপি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করে। এই উপলক্ষ্যে সোমবার দেশের প্রতিটি বিমান বন্দরে নানা কর্মসূচী পালন করা হয়। তারেই অঙ্গ হিসেবে আগরতলায় এম বি বি বিমান বন্দরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলির মধ্যে ছিল রক্তদান শিবির, বিমানবন্দরে কর্মরত কর্মচারীদের সারা বছরের কাজের নিরিখে সংবর্ধনা জ্ঞাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আগরতলা বিমানবন্দরের টার্মিনাল ভবনে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, আগরতলা বিমানবন্দরের ডিরেক্টর কে সি মীনা, হিমাচল প্রদেশের মুখ্য সচিব এবং তার স্ত্রীসহ আগরতলা বিমানবন্দরের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা। বিশেষ কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে উপস্থিত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেন, যখনই দেশ-বিদেশি অতিথিরা রাজ্যে আসেন তারা সবার প্রথমে বিমানবন্দরে পা রাখেন। বিমানবন্দরকে স্বচ্ছ সুন্দর করে রাখার জন্য বিমানবন্দরের সকল স্তরের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুমি আরো বলেন আজ থেকে ১০-১২ বছর আগে এই বিমানবন্দরের দিনে এর থেকে দুটি বিমান চলাচল করতো এখন ২০ থেকে ২৫ টি বিমানে উন্নীত হয়েছে।
অপর দিকে কে সি মীনা বলেন, সারা দেশ জুড়ে এদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সারা দেশের সঙ্গে আগরতলার এমবিবিমান বন্দরের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেদিন যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে ৩৭ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএসএফের সংগীত টিম গান পরিবেশন করে। কর্মীদের দায়িত্ব সহকারে কাজের ফলস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ