Advertisement

Responsive Advertisement

শনিবার থেকে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা


আগরতলা, ২মার্চ : শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। প্রথম দিন হয় ইংরেজি পরীক্ষা।রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১৪৫টি ভেন্যুতে এই পরীক্ষা চলছে । এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। গঠন করা হয়েছে জেলাশাসক এবং মহকুমা শাসকদের নেতৃত্বাধীন বিভিন্ন কমিটি। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক পরীক্ষার ভেনুগুলো পরিদর্শন করছেন।পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনেও একাধিক টিম গঠন করা হয়েছে। এই বিশেষ টিম পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ