Advertisement

Responsive Advertisement

বিভিন্ন জনজাতি সমাজপতিদের সঙ্গে মতবিনিময় করলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব

আগরতলা, ২৯ মার্চ: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের নিয়ে একটি বৈঠক করল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় আগরতলার একটি বেসরকারি হোটেলে এই কর্মসূচীতে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা সমাজপতিরা৷  
এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন- জনজাতিদের সমস্ত সমস্যার সমাধান করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বদ্ধ পরিকর৷
উল্লেখ্য, মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই মত বিনিময় সভাটির৷ রাজ্যের প্রায় সব কয়টি জনজাতি অংশের সমাজপতিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ 
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনজাতি অংশের সমাজপতিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত রাজ্য মন্তি্রসভার সদস্য টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক৷
মুখ্যমন্ত্রী সমাজপতিদের সকল সমস্যার কথা মন দিয়ে শুনেন এবং তাদের বক্তব্যের পর তিনি জানিয়েছেন, জনজাতিদের তরফে উত্থাপিত সবগুলি সমস্যার সমাধান করা হবে৷ আসন্ন নির্বাচনের পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, জনজাতিদের সার্বিক কল্যাণ এবং তাঁদের প্রাপ্য সম্মান প্রদানে সর্বদাই আন্তরিক বিশ্ববরেণ্য নেতা তথা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের উন্নয়নের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী সেগুলিও তুলে ধরেছেন এদিন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতিদের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহিত একাধিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন৷ এছাড়া, সমাজপতিদের তরফে উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়গুলি সমাধানে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেছেন৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ