Advertisement

Responsive Advertisement

২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করলো আগরতলা পুর নিগম


আগরতলা, ৭ মার্চ : রাজধানী আগরতলা শহরের ৫০ শতাংশ জনগণ পুর কর দেয় না, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ঘাটতি বাজেট পেশ করে একথা বললেন নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, তবে গতবারের তুলনায় এবার রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার একথা বলেন।
মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নিগমের কর্পোরেটররাসহ দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার বাজেট পেশ করা হয়েছে প্রায় ৪১৫ কোটি ৯৭ লক্ষ টাকার। এবারের বাজেটে ঘাটতি রয়েছে ৭৬ লক্ষ ৭৫ হাজার টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে GIS বেসড অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে এই বাজেটে। বাজেট সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, গতবারের তুলনায় এবার রাজস্ব আদায়ের টার্গেট অনেকটাই বেড়েছে। এদিন মেয়র শ্রী মজুমদার আক্ষেপের সুরে জানান,শহরের ৫০ শতাংশ জনগণ পুর কর দেয় না। নিগমের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা ১০০ শতাংশ দিতে হচ্ছে। তিনি বলেন, পুর নাগরিক হিসেবে এই কর দেওয়া উচিত। যদি সকলেই এই পুর কর দিতেন তাহলে শহরের উন্নয়নে এই টাকাটা কাজে লাগানো যেত। পুর নাগরিকরা সহযোগিতা করলে তাদের জন্যই উন্নয়নমূলক কাজ আরো বেশি করে করা সম্ভব হতো। মূলধনী ব্যয়ের বড় অংশ পানীয় জলের ব্যবস্থা, আবর্জনা, ড্রেইন, বাজার স্টল ইত্যাদির প্রধান প্রকল্প রূপায়নে ব্যয়িত হবে। জলাশয়ের উন্নয়ন এবং পুর এলাকায় সলিড ওয়েস্ট মেনেজমেন্ট প্ল্যানের কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে জানান মেয়র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ