Advertisement

Responsive Advertisement

নির্বাচনের নাম করে বাড়াবাড়ির কারণে ফ্যাক্টর অফিসারকে কড়া ধমক স্পিকারের


অয়ন নাগ, ধর্মনগর, ১৯মার্চ : সেক্টর অফিসারের কারণে ধর্মনগরে কিছুক্ষণের জন্য অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হল। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে আজ নিয়ে তিন দিন হতে চলেছে। তারই মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী বাম মার্গীয় সেক্টর অফিসারের কারণে ধর্মনগরের পরিস্থিতি কিছু সময়ের জন্য অসন্তোষ বাতাবরণের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায় সেক্টর অফিসার বিজিত সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে পতাকা রয়েছে তা দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক সব খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হতেই অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে খবর আসলে তিনি এলাকায় ছুটে যান। একান্ত সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন জানান অতি উৎসাহী এই বাম মর্গীয় সেক্টর অফিসার সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে যে রামের পতাকা মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গাছে লাগানো রয়েছে। এগুলিও খোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। অধ্যক্ষ উনাকে বলেন যদি কোন দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলি খুলে নেন কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় বা বাড়ির রামের পতাকা খোলানোর অধিকার আপনার নেই। আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকে চালনা করতে দিন। আইনকে বিদ্রুপ ব্যাখ্যা দিয়ে অযথা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। ধর্মনগরের মানুষের মধ্যে যে একটা শান্তি-শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব পরিবেশ বিরাজ করছে তাকে নষ্ট না করার আহ্বান জানান অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ