Advertisement

Responsive Advertisement

বসন্তের শুরুতেই বৃষ্টিপাত সবজি ও ধানের জন্য সুখবর নিয়ে আসবে

আগরতলা, ২২ ফেব্রুয়ারী: শীত কাটিয়ে বসন্ত ঋতু আগমনের সঙ্গে সঙ্গেই বৃষ্টির দেখা মিলল রাজ্য জুড়ে। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও রাজধানী আগরতলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর পূর্বা বাসে জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যে গড়ে বৃষ্টিপাত হয়েছে ২৪ শতাংশ। শুক্রবার তা বেড়ে ৬৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনারয়েছে বলে জানানো হয়েছে। ঋতুর সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনই একটু একটু করে আবহাওয়ার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। আবহাওয়ার তাপ তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন থাকতে পারে যথাক্রমে ১৭ ডিগ্রী সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  
এদিকে পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ওড়িশা উপকূল, রায়ালসীমা এবং কেরালায় আজও আর্দ্র আবহাওয়া ও গরম থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে আগামী ২-৩ দিনে উত্তর-পূর্ব ভারতের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে আর্দ্রতা বাড়তে পারে।
দুদিনের এই বৃষ্টিতে গ্রীষ্মকালীন সব্জি এবং বোরো ধানের খুব ভালো হবে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ