Advertisement

Responsive Advertisement

আগরতলার মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে প্রথম ব্যবসা শুরু করল কৃষ্ণা ডায়মন্ড

আগরতলা, ৭ ফেব্রুয়ারী: উত্তর-পূর্ব ভারতে প্রথম বারের মতো নিজেদের বিস্তার ঘটালো দেশের বিখ্যাত হীরে ও স্বর্ণব্যবসায়ী প্রতিষ্ঠান কৃষ্ণা ডায়মন্ড এন্ড গোল্ড জুয়েলার্স প্রতিষ্ঠান। বুধবার রাজধানী আগরতলার মন্ত্রীবাড়ী রোডে তাদের ১৮ তম তথা উত্তর-পূর্ব ভারতের প্রথম এক্সক্লুসিভ শো-রুমের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ঘনশ্যাম ঢোলাকিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত শো-রুমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, ঘনশ্যাম ঢোলাকিয়া, কৃষ্ণা ডায়মন্ড'র ফ্রাঞ্চাইজি পার্টনার তথা রাজ্যের আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স'র কর্ণধার গোপাল চন্দ্র নাগ, স্বর্ণকমল জুয়েলার্সর ম্যানেজিং ডিরেক্টর দিবাকর নাগ, জয় নাগসহ অন্যান্যরা। অন্য কাজের ব্যস্ততা থাকায় পরবর্তী সময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার।
কৃষ্ণা জুয়েলার্স মূলত দেশের বিখ্যাত জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠান হরে কিসনা গ্রুপের একটি অংশ। তাদের সারা দেশে ৩৫০০ এরও অধিক রিটেইল স্টোর, ১০সহস্রাধিক ডিজাইন, ক্র য়সাধ্য মূল্য এবং স্বচ্ছ গয়নার প্রতীক এই প্রতিষ্ঠান এখন রাজ্যেও তাদের ব্যবসা শুরু করেছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ঘনশ্যাম ঢোলাকিয়া রাজ্যবাসীকে সাদর আমন্ত্রণ জানান এদিন। উদ্বোধনী অনুষ্ঠানে বাঙালি এবং জনজাতি সংস্কৃতিকে তুলে ধরা হয়। উদ্বোধনের সময় এক দিকে ঢাকের বোল এবং জনজাতিদের অন্যতম সুপরিচিত হজাগিরি নৃত্য পরিবেশন করা হয় স্থানীয় শিল্পীদের দ্বারা। অভিজাত এই শো-রুমে প্রদর্শন করা হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকারি হাতের হীরার আংটি। যে আংটি তৈরি করা হয়েছে ৫০ হাজারের বেশি হীরা দিয়ে। মন্ত্রিসহ উপস্থিত অন্যান্য অতিথিদের দেখানো হয় তাদের এক্সক্লুসিভ হীরা এবং সোনার গহনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ