Advertisement

Responsive Advertisement

টাকারজলায় ১০০ পরিবারের ৩৫০ ভোটার বিজেপিতে

আগরতলা, ৮ ফেব্রুয়ারী : এবার মথার ঘাঁটিতে ভাঙ্গন ধরালো বিজেপি। প্রদেশ বিজেপির হাত ধরে এক ঝাঁক মথা সমর্থক সামিল পদ্ম শিবিরে। রাজ্যের বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে । বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার টাকার জলা মণ্ডলের উদ্দোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই সভায় একশো পরিবারের তিনশো পঞ্চাশ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করেন । এই যোগদানকারী দের হাতে বিজেপির পতাকা তুলে দেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। পাশাপাশি এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব , বিধায়ক সম্ভুলাল চাকমা , প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন তীপ্রা মথা দল জনজাতিদের কল্যাণে কোনো কাজ করেনি সেই সঙ্গে তিনি উপস্থিত জনজাতি অংশের মানুষদের বলেন মথার নেতাদের সঙ্গে দেখা হলে তারা যেন জানতে চান এডিসির নেতারা তাদের কল্যাণে কি কি কাজ করেছেন। আগামী দিনে আরো অনেক ভোটার বিজেপিতে আসবে বলেও জানান। লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে জানান সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ