Advertisement

Responsive Advertisement

প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভার আয়োজন করে মজদুর মনিটরিং সেল

আগরতলা, ২ জানুয়ারি : রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভা এলাকাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় স্মরণ সভার আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় মজদুর মনিটরিং সেলের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। রাজধানীর ৭নং রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর এলাকায় আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর এবং মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক ইমাম হুসেনসহ অন্যান্যরা। এই সভায় অংশ নেয় হাজার হাজার সুরজিৎ দত্তের অনুগামীরা।
স্মরণ সভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত সুরজিৎ দত্তের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, বিশাল মনের অধিকারি ছিলেন প্রায়াত বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি রাজার মতো চলাফেরা করতেন। কাউকে পছন্দ না হলে সরাসরি সামনে বলে দিতেন আবার তিনি খুব সহজেই মানুষকে আপন করে বুকে টেনে নিতে পারতেন। বিশাল মনের মানুষ ছিলেন তিনি, প্রায়াত সুরজিৎ দত্তর জীবন থেকে অনেক কিছু শিখার রয়েছে। তিনি তার কাজের জন্য সকলের মনের মধ্যে জীবিত থাকবেন প্রায়াত সুরজিৎ দত্ত। তার দেখানো পথকে পাথেয় করে সকলকে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। স্মরণসভার শেষ লগ্নে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত এই জননেতাকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ