Advertisement

Responsive Advertisement

কংগ্রেসের সংখ্যা লঘু ডিপার্টমেন্টের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৬ ডিসেম্বর : শনিবার কংগ্রেসের সংখ্যা লঘু ডিপার্টমেন্টের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে হয় সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীসহ সংখ্যালঘু নেতৃত্ব। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক সভা করা হয়।
আলোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মণ বর্তমান শাসক দল বিজেপির কড়া সমালোচনা করে বলেন, দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে। মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় ও ক্ষমতায় টিকে থাকতে চায়। সংবিধানের ধারে কাছে নেই। মানুষের আস্থা বিশ্বাসের প্রতি এদের সম্মান নেই। 
 তিনি মন্তব্য করেন, শাসক দলের শুধু একটাই খেলা ভোটের রাজনীতি। ক্ষমতায় টিকে থাকতে হবে, লুট বানিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ