Advertisement

Responsive Advertisement

মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতে হবে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

                                         ফাইল ছবি 

আগরতলা, ১৫ ডিসেম্বর : ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে রবিবার ১৭ ডিসেম্বর। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বিদুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য। সেই সঙ্গে উপস্থিত থাকবেন কৃষি সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা শরবিন্দু দাস, উদ্যান কর্তা ড: ফনীভূষন জমাতিয়া। দ্বিবার্ষিক সম্মেলনের পাশাপাশি রাজ্যের ৮ জন প্রগতিশীল কৃষককে সম্বর্ধিত করা হবে। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির প্রায় ৪০০ জন কৃষি আধিকারিক রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত যারা সভ্য এবং সভ্যারা রয়েছেন, উনারাও অংশ গ্রহন করবেন। সমিতির যারা আজীবন সদস্য সদস্যা রয়েছেন উনারাও আমন্ত্রিত। রজ্যে বিভিন্ন দপ্তরের ভ্রাতৃপ্রতীম সংগঠনের কার্য কর্তারাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত বলে জানিয়েছেন কৃষি স্নাতক সমিতির সভাপতি ড: রাজীব ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ