Advertisement

Responsive Advertisement

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দারস্ত হলেন অসহায় স্ত্রী

শান্তিরবাজার, ২৭ ডিসেম্বর : দক্ষিণ জেলার শান্তির বাজার থানার অধীনে নর্থ তাকমাছড়া এডিসি ভিলেজের করইচন্দ্র পাড়ার বাসিন্দা শ্রীদেবী দেবর্বমার (২৬) স্বামী সুরজিৎ দেবর্বমা গত ২৪ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় রাস মেলায় যাবার নামকরে বাড়ী থেকে বের হয়। পরবর্তী সময় সুরজিৎ দের্বমা ঘরে ফিরেননি বলে পরিবারের অভিযোগ। সুরজিৎ দের্বমার স্ত্রী উনার স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজে কোনো প্রকারের সন্ধান না পেয়ে অবশেষে বুধবার মনপাথর ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায় শ্রীদেবী দের্বমার তিনটি শিশু সন্তান রয়েছে। যায় মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। ছোট মেয়ের বয়স তিন বছর। তিনটি শিশু সন্তানকে ঘরে রেখে এই ভাবে স্বামীর নিখোঁজ হওয়ায় হতাশাগ্রস্থ স্ত্রী। ধারনা করা হচ্ছে পরকীয়ার জেরে সুরজিৎ দের্বমা ঘর ছেছে। শ্রীদেবীর কাছথেকে লিখিত অভিযোগ পেয়ে নিখোঁজ সুরজিৎ দের্বমাকে খোঁজার জন্য মাঠেনামলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ