Advertisement

Responsive Advertisement

জাতীয় শক্তি সঞ্চয় দিবসে বিদ্যুৎ সশ্রয়ে আহ্বান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ'র

 

আগরতলা, ১৪ ডিসেম্বর : প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে জাতীয় শক্তি সঞ্চয় দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যেও দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন জায়গাতে এই দিনটি উদযাপন করা হলেও মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার ৭৯ টিলা এলাকার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অফিসে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে ব্যাপক ভাবে উন্নত করার জন্য বর্তমান সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলছে। এর জন্য একাধিক বিদ্যুৎ সংস্থার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে বিষয়টিতে বর্তমানে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সমেত ছাত্র-ছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে।
 এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সচিব, অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও এদিনের এই কর্মসূচি পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ