আগরতলা, ১৮ নভেম্বর: "বিকশিত ভারত সংকল্প" যোজনা এবং "প্রতি ঘরে সুশাসন ২.০"-র বিশেষ কর্মসূচি সফল ভাবে বাস্তব্যয়নের লক্ষ্যে শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে ভারত সরকারের চিন্তা ভাবনা বাস্তবায়ন করার বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেট সান্তনা সাহা, অদিতি ভট্টাচাৰ্যসহ অন্যান্য কর্পোরেট এবং আধিকারিকরা।
এদিনের এই বৈঠকের বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বিকশিত ভারত সংকল্প" যোজনা এবং "প্রতি ঘরে সুশাসন ২.০" দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এগুলোকে বাস্তবায়িত করার জন্য আগরতলা পুর নিগম গুরুত্বসহকারে কাজ করছে। ভারত সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু প্রকল্প নিয়েছে এগুলোকে পুরো নিগম এলাকায় কি করে ব্যাপকভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে কর্পোরেটরদের সাথে আলোচনা করা হয় বলেও জানান। তিনি বলেন নিগমের মূল উদ্দেশ্য হলো কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়। দ্রুত প্রতিটি ওয়ার্ডে এসব প্রকল্পের বাস্তব রূপ দেওয়া হবে বলেও জানান মেয়র। দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। বিস্তারিত আলোচনা হয়েছে।
0 মন্তব্যসমূহ