Advertisement

Responsive Advertisement

বিজেপি ডক্টর সেলের উদ্যোগে মাতাবাড়ি মেলা প্রাঙ্গণে চিকিৎসা শিবির

আগরতলা, ১৩ নভেম্বর : দীপাবলি উপলক্ষে বিজেপি ডক্টর সেলের গোমতী জেলা কমিটির উদ্যোগে একটি মেডিকেল হেল্প ডেস্ক স্থাপন হয়েছে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের মেলা প্রাঙ্গণে। এখান থেকে মেলায় আসা সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। রবিবার মেলা উদ্বোধন করে এই স্টলটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তার সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্টলে পৌছার পর ডক্টর সেলের ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার ডাক্তার সুশান্ত রায় মুখ্যমন্ত্রীকে উত্তরীয় দিয়ে স্বাগত জানান। এ প্রসঙ্গে উল্লেখ করে যে ডক্টর সেল সারা বছর ধরে সাধারণ মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ