আগরতলা, ১৯ নভেম্বর : সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যও ক্রিকেট উন্মাদনায় ভাসছে। রাজধানী আগরতলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় এলইডি স্ক্রিন প্রজেক্টর ইত্যাদি লাগিয়ে ভারতীয় সমর্থকরা খেলা দেখার আয়োজন করেছেন। সেই সঙ্গে রয়েছে ঢোল তাসা ইত্যাদি বাদ্যযন্ত্র। ভারতীয় খেলোয়াররা ৪ বা ৬করলেই আনন্দে মেতে উঠছেন এগুলো নিয়ে। রাজধানী আগরতলার রাধানগর বাস স্ট্যান্ডের পাশে ৬ আগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে বিশাল প্রজেক্টর ভারতের জাতীয় পতাকা লাগিয়ে সাধারণ মানুষদের নিয়ে খেলা দেখার আয়োজন করা হয়েছে। এখানে ৬আগরতলা মন্ডল সভাপতি হীরা লাল দেব নাথ, ১২ নং ওয়ার্ডের কর্পোরেট সান্তনা সাহা সহ অন্যান্য নেতা থেকে শুরু করে কর্মীসমর্থকরা। ভারতীয় সমর্থকরা আশাবাদী এবারের বিশ্বকাপ ভারতের ঘরেই আসছে। খেলায় একটু চাপ হলেও আশাবাদী তারা ভারত নিশ্চিত জয়ী হবে।
0 মন্তব্যসমূহ