Advertisement

Responsive Advertisement

মথাসহ অন্যান্য দলের জনজাতি নেতাদের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা একে মিশ্র

আগরতলা, ২৮ নভেম্বর : রাজ্যে প্রধান বিরোধী দল তিপ্রামথার সঙ্গে জনজাতিদের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কথা বললেন কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রতিনিধি। দীর্ঘদিনের দাবি জনজাতিদের সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকারকে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। তাদের এই দাবির প্রেক্ষিতে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রকে আগরতলায় পাঠিয়েছে। সোমবার আগরতলায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন। 
মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন এ কে মিশ্র তিপ্রামথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে বৈঠক করেন। রাজধানী আগরতলার এডি নগর এলাকার পুলিশ লাইনের অফিসে আয়োজিত এই বৈঠক শেষে বেরিয়ে আসার সময় প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সংবাদ মাধ্যমকে জানান, তারা তাদের দাবি থেকে সরে আসেননি গ্রেটারতিপ্রা ল্যান্ড গঠন করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধির সামনে। প্রদ্যুৎ কিশোর আরো বলেন এখন কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করবে ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণের জন্য কি করবে। তাদের এই দাবি শুনে কেন্দ্রীয় প্রতিনিধি কি বলেছেন সাংবাদিকদেরএই প্রশ্ন করা হলে, উত্তরে প্রদ্যুৎ কিশোর বলেন কেন্দ্র সরকার যা বলবে তা তাদের সামনে লিখিত ভাবে দিতে হবে। তিপ্রামথা দল নিজেদের জন্য কিছু বলেনি, যা কিছু বলেছে জনজাতি অংশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বলেছে। সেই সঙ্গে তিনি বলেন সাংবিধানিক সমাধান বলতে তারা আলাদা প্রশাসনিক অধিকার দেওয়ার কথা বলেছেন এবং এক্ষেত্রে চূড়ান্ত সমাধান হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্য গঠন করা। এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
 পাশাপাশি এই দিন বিজেপি আইপি একটি সহ অন্যান্য জনজাতি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় এই প্রতিনিধি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ