Advertisement

Responsive Advertisement

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৬নভেম্বর : রবিবার সারা দেশের সাথে রাজ্যের প্রতিটি বুথে বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৭ তম মন কি বাত অনুষ্ঠান শোনা হয়। এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের উপর জোর দিয়েছেন। এই ভোকাল ফর লোকাল স্লোগানকে ভিত্তি করে আত্মনির্ভর হয়েছে এমন কিছু ব্যক্তিদেরও কথাও উদাহরণ হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন কি বাত অনুষ্ঠান-পর্ব রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শোনা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ রাজ্যের সাংসদ মন্ত্রী বিধায়কগণ।
এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং এই সভার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে দলীয় রণ কৌশল কি হবে তা নির্ধারণ করা হবে। তাছাড়া এখন থেকে লোকসভা নির্বাচনের জন্য মন্ডল থেকে আরম্ভ করে বুথ স্তর পর্যন্ত প্রাথমিক চর্চা শুরু হয়েছে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ