Advertisement

Responsive Advertisement

বিলোনিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দুই দিন ব্যাপি সপ্তম অধিবেশন

বিলোনিয়া, ২৭ নভেম্বর : আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হল দক্ষিণ জেলার বিলোনিয়া শহরে। নানা অনুষ্ঠানের মাধ্যমে ও বহু মানুষের উপস্থিতিতে দুইদিন ব্যাপী  এই অধিবেশন হয় অগ্নিবীনা সভাগৃহে।
রবিবার অধিবেশনের প্রথম দিন সকালে সমিতির ফেস্টুন নিয়ে পদযাত্রা হয়। এই অনুষ্ঠানে রাজ্যে ছাড়াও কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হ্যমিলটনগঞ্জ, নদিয়া এমন কি বাংলাদেশ থেকেও ভাষা সাহিত্য প্রেমীরা সামিল হয়ে ছিলেন। 
প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল গোপ, সচিব সুভাষ রায়, সমিতির বাংলাদেশ শাখার সম্পাদক নিগার সুলতানা ও অন্যান্য বিশিষ্ট জনেরা।
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যেমন মানভূম ভাষা, একুশের ও শিলচর ভাষা আন্দোলনের কথা বিস্তারিত ভাবে উঠে আসে। সেই সঙ্গে উঠে আসে "বাংলা ভাষা আজও কেন ধ্রুপদী " নিয়ে ভাবগম্ভীর আলোচনা। সেই সঙ্গে সমিতির পত্রিকা অভ্যুযদয়'র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয় করা হয় অনুষ্ঠানে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ