Advertisement

Responsive Advertisement

পেশাগত মান উন্নয়ন ও সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা চলছে আগরতলা প্রেসক্লাবে

আগরতলা, ২৬ শে অক্টোবর: অত্যন্ত প্রাসঙ্গিক সময়োপযোগী নতুন ধারার সাংবাদিকতার কথা ভাবনায় রেখে বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। 
রাজ্যের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ও সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে রাজ্যের সাংবাদিকদের অবগত করার লক্ষ্য নিয়েই আগরতলা প্রেস ক্লাবে দুই দিনের কর্মশালা।রাজ্যের মোট ৭০জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক কর্মশালায় অংশ নিয়েছেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিবিসি-র পূর্ব ভারতের প্রাক্তন সংবাদদাতা সুবীর ভৌমিক। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তথা আন্তর্জাতিক মাল্টিমিডিয়া ট্রেইনার রাজীব নন্দী ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্জ। এই দুই দিনের কর্মশালায় ওয়েব জার্নালিজম, মোবাইল জার্নালিজম, নিউজ এডিটিং, ক্যামেরা ফ্রেমিং, ক্যামেরার শব্দ ও আলোকসম্পাত, ভুয়ো সংবাদের দৌরাত্ব, ইন্টারনেটে ভুয়ো সংবাদ চেনার উপায়, মোবাইল লাইভ করার কারিগরি দিক, মোবাইল সাংবাদিকতার নীতি নৈতিকতা সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালাটির সহায়ক ট্রেইনার হিসেবে বিভিন্ন পর্বে থাকছেন মোঃ মাসুদ ও এমাদুল হাসান। তাঁরা দুজনেই বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে কর্মরত মোবাইল জার্নালিস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং অধ্যাপক রাজীব নন্দী’র গবেষণা সহকারী। আগামী ২৭ শে অক্টোবর দুই দিন ব্যাপী আয়োজিত কর্মশালার সমাপ্তি হবে বলে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে জানিয়েছেন। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ