Advertisement

Responsive Advertisement

আবারো আমবাসায় উদ্ধার ২৬ লক্ষ টাকার গাঁজা, সেই সঙ্গে আটক ২

আগরতলা, ১১আগস্ট: আমবাসা থানার হাতে আবারো আটক বিপুল পরিমান গাঁজা। শুক্রবার ৮নম্বর জাতীয় সড়কের আমবাসার বেতবাগানস্থিত নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে বসে আমবাসা থানা পুলিশ। যেদিন তাদের সঙ্গে ছিল আসাম রাইফেলস এবং সিআরপিএফ বাহিনীও। তখন 
আগরতলার দিক থেকে বহির রাজ্যগামী এ এস ০২সি সি ০৭৯৩ নম্বরের একটি মাল বুঝাই গাড়িতে তল্লাশি চালালে গাঁজা উদ্ধার করে। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা করার আহবানকে সামনে রেখে রাজ্য জুড়ে অভিযান চলছে। এর প্রেক্ষিতে প্রায়শই নেশাদ্রব্য আটক করছে আমবাসা থানার পুলিশ। ওসি আরো জানান গাড়িটি তল্লাশি চালিয়ে ৮৩ প্যাকেটে ২৫৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানান। পাশাপাশি গাড়িতে থাকা দুজন চালককে আটক করা হয়েছে। 
এদিনের এই অভিযানে পুলিশের সাথে ছিল সিআরপিএফ এবং আসাম রাইফেল জওয়ানরা। গাঁজা উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ